Bankura

May 09 2023, 10:30

*শুভেন্দু অধিকারীর নামের ওপর লেপে দেওয়া হল গোবর!*

বাঁকুড়াঃ শুভেন্দু অধিকারীর সভার প্রচারমূলক বিজেপির দেওয়াল লিখনে রাতের অন্ধকারে 'গোবর লেপে' দেওয়ার অভিযোগ উঠলো অজ্ঞাতপরিচয় দূস্কৃতিদের বিরুদ্ধে। সিমলাপালের পার্শ্বলা গ্রামের এই ঘটনার পিছনে শাসক তৃণমূলের হাত আছে বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি দলের পক্ষ থেকে সিমলাপাল থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। প্রসঙ্গত, আগামী ১১ মে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করতে আসছেন শুভেন্দু অধিকারী, আর তার আগেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরী হয়েছে রাজনৈতিক বিতর্ক।

   বিজেপির সিমলাপাল মণ্ডল-২ সভাপতি সুদীন মণ্ডল বলেন, আমাদের এলাকায় এই ধরণের রাজনৈতিক অস্থিরতা ছিলনা। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল এসব আমদানি করেছে। একই সঙ্গে পার্শ্বলা গ্রামের বিজেপির ঐ দেওয়াল লিখনে তৃণমূলের লোকেরাই গোবর লেপেছে বলে তিনি দাবি করেন।

    বিজেপির দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।দলের সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, এই ধরণের অপসংস্কৃতিতে তৃণমূল বিশ্বাস করেনা। দিন কয়েক আগে আমাদের দলের ফ্ল্যাক্সে কেউ বা কারা গোবর দিয়েছিল, আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করিনি। কারণ 'দূস্কৃতিদের কোন পার্টি হয়না। যে বা যারাই ঐ করুক তা যথেষ্ট নিন্দাজনক। ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক বলেও তিনি দাবি করেন

Bankura

May 09 2023, 08:33

*বাঁকুড়ায় মহাসমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী*

বাঁকুড়াঃ 'চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ'- এভাবে চিরনূতনের মধ্য দিয়েই জন্ম মুহূর্তকে অনুভব করার চেষ্টা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী বেসরকারী উদ্যোগে কবি গুরুর ১৬৩ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। 

   মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রতাপবাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় রবীন্দ্র মূর্তির পাদদেশে 'আলেখ্য বাঁকুড়া' টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে গানে-গল্পে-কথায়-কবিতায়-নৃত্যে-সংলাপের মধ্য দিয়ে প্রাণের কবিকে স্মরণ করা হলো। অনুষ্ঠানের শুরুতেই কবির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচণা হয়। মাল্যদান করেন ঐ সংগঠনের সদস্যরা।

Bankura

May 07 2023, 18:24

সারেঙ্গায় গলায় বর্শা বিদ্ধ যুবককে উদ্ধার করল স্থানীয়রা


বাঁকুড়াঃ গলায় বর্শা বিদ্ধ এক যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় মানুষ। আহত ঐ যুবকের নাম হেমন্ত বেসরা। রবিবার বাঁকুড়ার সারেঙ্গার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে সারেঙ্গার ঐ জঙ্গলে ঐ এলাকার কয়েক জন জ্বালানী সংগ্রহে যান। তারা জঙ্গলের ভীতরে কারো গোঙ্গানীর আওয়াজ শুনতে পান। ঐ আওয়াজ অনূসরণ করে গিয়ে এক যুবককে গলায় বর্শা বিদ্ধ অবস্থায় দেখে তারা আৎকে ওঠেন। গলায় এঁফোড়-এঁফোড় হয়ে যাওয়া বর্শা সহ ঐ যুবকে প্রথমে সারেঙ্গা ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।

কিন্তু ঠিক কি কারণে এই দূর্ঘটনা ঘটলো বিষয়টি স্পষ্ট নয় কারো কিছেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি, হাইকোর্টের নির্দেশ অমান্য করেই শিকার উৎসবে বেরিয়েছিলেন ঐ যুবক ও তার সঙ্গী সাথীরা। আর বণ্য পশুকে আঘাত করতে গিয়েই লক্ষ্যভ্রষ্ট হয়েই ঐ যুফকের গলায় ঢুকে যায় ধারালো বর্শাটি।

শেষ পাওয়া খবরে জানা গেছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঐ যুবকের সফল অস্ত্রোপচার হয়েছে। যদিও এখনো সঙ্কটজনক অবস্থাতেই সে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Bankura

May 07 2023, 09:11

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বর্ণ ব্যবসায়ীর


বাঁকুড়াঃ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক স্বর্ণ ব্যবসায়ী। মৃতের নাম সন্তোষ দে (৪৫)। শনিবার রাতে বাঁকুড়া শহরের ভৈরবস্থান এলাকার ঘটনা।

সূত্রের খবর, এদিন রাতে ভৈরব স্থান এলাকায় রেল লাইনের ওপরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ও জি.আর.পি.এফ। পরে খোঁজ নিয়ে জানা যায়, মৃত ব্যক্তির নাম সন্তোষ দে, বাড়ি শহরেরই চক বাজার এলাকায়।

মর্মান্তিক এই খবরে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 'অফ্ ক্যামেরা' পরিবারের তরফে দাবি করা হয়েছে, পেশায় স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ দে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর সেই থেকে তিনি মানসিক অবসাদে ভূগছিলেন।

বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ঠিক কি কারণে এই দূর্ঘটনা তিনিও বুঝে উঠতে পারছেননা বলে জানান।

এদিন পুলিশ ও জি.আর.পি.এফ ঐ এলাকা থেকে মৃত সন্তোষ দে'র বাইকটি উদ্ধার করেছে। একই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জি.আর.পি.এফ সূত্রে জানানো হয়েছে।

Bankura

May 06 2023, 15:59

বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, দিলীপ ঘোষ


বাঁকুড়াঃ গোটা রাজ্য জুড়েই মানুষ আতঙ্কিত, সকলেই নিজেদের অসুরক্ষিত মনে করছেন। এখন পুলিশ আর গুণ্ডা এক হয়ে গেছে। দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষের। শনিবার বাঁকুড়ার বড়জোড়ায় দলের 'পঞ্চায়েতি রাজ সম্মেলনে' যোগ দিতে এসে সাংবাদিকদের এক নির্দিষ্ট প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

কালিয়াগঞ্জ কাণ্ড ও মুখ্যমন্ত্রীর তরফে বিএসএফের দিকে অভিযোগের আঙ্গুল তোলা প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই'। উনি 'বিএসএফের ভূত দেখছেন'। পুলিশের তরফে যেখানে আদালতে গিয়ে গুলি চালনার কথা স্বীকার করা হয়েছে সেখানে এভাবে 'ন্যাকামি, চোকামি আর মিথ্যা কথা বলে ক'দিন চলবে' বলেও তিনি প্রশ্ন তোলেন।

ময়নায় বিজেপি বুথ সভাপতি খুন ও অভিযুক্তদের একজন ছাড়া বাকিরা এখনো গ্রেফতার না হওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাফ জবাব, 'সিআইডি তদন্তে আমাদের ভরসা নেই'। আমরা সিবিআই চাইছি, আদালত সিট গঠনের কথা বলেছে। এখন পুরো বিষয়টি তারা নজরে রেখেছেন বলে জানান।

ডি.এ আন্দোলন এদিনই ১০০ দিনে পড়লো ও কলকাতায় আন্দোলনকারীদের মহামিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আন্দোলন চলুক, আমরা তাঁদের আছি। তবে 'এই সরকার পয়সা দেবেনা' বলেও তিনি ভবিষ্যদ্বানী করেন।

এদিন বড়জোড়া হাই স্কুলে দলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে যোগ দেওয়ার আগে দিলীপ ঘোষ কলেজ মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে দেওয়াল লিখন কর্মসূচীতে যোগ দেন। এদিনের এই কর্মসূচীতে বিজেপি স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Bankura

May 06 2023, 11:07

বাঁকুড়া শহরের মাচানতলায় 'চায়ে পে চর্চা' কর্মসূচীতে যোগ দিলীপ ঘোষের


বাঁকুড়াঃ 'মোদির পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়াম হবে। বাকি শেষে মমতার হবে'। ঠিক এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারী দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় 'চায়ে পে চর্চা' কর্মসূচীতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে দিলীপ ঘোষ আরো বলেন, আমরা সমাজের সঙ্গে আছি। 'যারা পিছনে লাগবে আজ হোক বা কাল 'হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে।' 'বাঁচার কোন রাস্তা নেই' বলেই তিনি ভবিষ্যদ্বানী করেন।

এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকেও আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, একটা সময় জঙ্গল মহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল। এখন তার চেয়েও 'ভয়ঙ্কর তৃণমূল'। এখানকার মানুষ ঐসব শিং ওয়ালা, নখ ওয়ালা, দাঁত ওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে, এরা তো চোর ডাকাত! এবার টিএমসি খেদা অভিযান হবে। একই সঙ্গে নিজেদেরকে 'টিএমসি খেদা পার্টি' নামে অভিহিত করে তার কি ওষুধ জানা আছে বলেও দাবি করেন।

এদিন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমর্ত্য সেন ও বিশ্বভারতী দ্বৈরথ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, জমি ছেড়ে দিলেও তো সমস্যা মিটে যায়।

'গোরু পাচার' মামলা প্রসঙ্গে বি.এস.ফ যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেই যুক্ত থাক শাস্তি পেতে হবে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নবজোয়ার' কর্মসূচী নিয়ে বলতে গিয়ে বলেন, 'উনি এখন অমিত শাহ্, নরেন্দ্র মোদিদের নকল করছেন'।

এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় পৌঁছান। সেখানেই দলের নেতা কর্মীদের সঙ্গে 'চায়ে পে চর্চা'য় যোগ দেন তিনি।

Bankura

May 05 2023, 14:23

*উদ্ধার হল হাজার হাজার বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি*


বাঁকুড়াঃ দ্বারকেশ্বর নদ থেকে প্রাপ্ত প্রায় হাজার বছরের প্রাচীণ বিষ্ণু মূর্তি উদ্ধার হলো বাঁকুড়ার গ্রামে। ক্লোরাইড পাথরে নির্মিত প্রায় ১২ কেজি ওজনের ভগ্ন অবস্থায় প্রাপ্ত এই বিষ্ণু মূর্তিটি বর্তমানে বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পূরাকীর্তি ভবনে রাখা হবে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি তাঁদের কাছে খবর আসে জেলার বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ডিহড় গ্রামের জনৈক রাখহরি দাসের বাড়িতে স্থানীয় দ্বারকেশ্বর নদী থেকে পাওয়া প্রাচীণ একটি বিষ্ণুমূর্তি রয়েছে। এই খবর পাওয়ার পরই বিষ্ণুপুর মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস, যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ডিহড় গ্রামে যান। গ্রামবাসী রাখহরি দাসের বাড়ি থেকে তাঁরাই ঐ প্রাচীণ মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানা গেছে।

বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত মূর্তি উদ্ধারের খবর জানিয়ে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া ঐ মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে তৈরী, একই সঙ্গে এটি বিষ্ণুমূর্তিও হলে হতে পারে। তবে পুরো বিষয়টির বাখ্যা গবেষকরাই দিতে পারবেন বলে তিনি মনে করেন বলে জানান।

বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস এবং যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকাররাও বলেন, প্রাথমিকভাবে এটি বিষ্ণু মূর্তি বলেই মনে হচ্ছে। বর্তমানে যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের সংগ্রহ শালায় এই প্রাচীণ মূর্তিটি রাখা থাকবে বলেও তাঁরা জানিয়েছেন।

Bankura

May 05 2023, 12:16

*বিকল্প আয়ের পথ দেখাচ্ছে আদিবাসী গোষ্ঠী*


বাঁকুড়াঃ 'কুল গুঁড়া' বললেই অনেকেই জীভে জল আসতে বাধ্য। আর লোভনীয় সেই কুল গুঁড়াই বিকল্প আয়ের পথ দেখিয়েছে বাঁকুড়ার জঙ্গল মহলের আদিবাসী মহিলাদের। দীর্ঘ পরিশ্রমের ফসল কুল গুঁড়া নিয়ে তাঁরা হাজির বাঁকুড়া শহরের দশের বাঁধের বাবা হংশেশ্বরের গাজনে।

দশের বাঁধের বাবা হংশেশ্বর গাজনে গিয়ে দেখা গেল জেলার রানীবাঁধ, ঝিলিমিলি এলাকা থেকে আসা আদিবাসী মহিলারা বস্তা ভর্তি কুলের গুঁড়া নিয়ে বসেছেন। আগ্রহী ক্রেতারা আসছেন এই কুল গুঁড়ো সংগ্রহ করতে। কারণ শুধুমাত্র চৈত্র সংক্রান্তীতে বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বরের গাজন ও বৈশাখে দশের বাঁধের গাজনেই মেলে এই বিশেষ বস্তুটি। ফলে প্রায় সকলেরই সংগ্রহ করে তাড়া তো থাকেই।

ছাতনা থেকে শুধুমাত্র কুল গুঁড়োর টানে এই গাজনে ছুটে এসেছিলেন উত্তম কুমার চঁন্দ। তিনি বলেন, এই মেলার দু'দিন ছাড়া আর বছরভর পাওয়া যাবেনা। মূলতঃ চাটনি হিসেবেই ব্যবহার হয়। স্বাদ কেমন এই প্রশ্ন করায় এই প্রতিবেদকের উদ্দেশ্যে তাঁর সহাস্য জবাব 'খেয়েই দেখুননা'ই বলে দিচ্ছে কি অপূর্ব স্বাদ হতে পারে জঙ্গল মহলের মায়েদের হাতে তৈরী এই কুল গুঁড়োর।

রানীবাঁধ এলাকা থেকে এই কুল গুঁড়ো বিক্রি করতে আসা ফুল মনি হাঁসদা, বালিকা হেমব্রমরা বলেন, এই কুল গুঁড়ো তৈরীর পিছনে দীর্ঘ পরিশ্রম রয়েছে। জঙ্গল বা তার আশেপাশের এলাকা থেকে পাকা কুল সংগ্রহ করে তা রোদে শুকনো করতে হয়। শুকনো হয়ে যাওয়ার পর বাছাই শেষে ঢেঁকিতে গুড়ো করে চালুনীতে চেলে তা বিক্রির উপযুক্ত হয়। মূলতঃ বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বরে ও দশের বাঁধের বাবা হংশেশ্বরের গাজনে তাঁরা বিক্রি করেন বলে জানান।

Bankura

May 04 2023, 16:02

*ফুটপাত দখল রাখা যাবে না! দাবি প্রশাসনের*


বলয় হারাচ্ছে শনি! মহাজাগতিক ইতিহাসে বড় পরিবর্তনের আশঙ্কা

বাঁকুড়াঃ ফুটপাথ দখল মুক্ত করার উদ্যোগ নিল বাঁকুড়া পৌরসভা ও প্রশাসন। বৃহস্পতিবার বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌর প্রধান অলকা সেন মজুমদার, আই.সি দেবাশীষ পাণ্ডার উপস্থিতিতে শহরের 'প্রাণকেন্দ্র' হিসেবে পরিচিত মাচানতলা এলাকার ফুটপাথ দখল মুক্তের কাজ শুরু হয়।আর এই ঘটনাকে ঘিরে তৈরী হয়েছে বিতর্ক।

প্রসঙ্গত, গত কয়েক বছর আগে বিগত পৌর বোর্ডের আমলে বাঁকুড়া শহরে 'গ্রীণ সিটি' প্রকল্পের কাজ শুরু হয়। সৌন্দর্যায়নের নামে কোটি কোটি টাকা খরচ করে শহরের রাস্তার দু'পাশে হকারমুক্ত করে বেড়া দেওয়ার কাজ হয়। বর্তমানে বেড়ার ওপাশের জায়গা অঘোষিত ডাস্টবিনে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট হকারদের পূনর্বাসন দেওয়া হয় শহরের কৃষক বাজারে। কিন্তু সেখানে 'বেচাকেনা হচ্ছেনা' অজুহাতে রাস্তার পাশে ফের তারা বসতে শুরু করেন। ফলে দিনভর যানযট লেগেই থাকে মাচানতলা এলাকায়। এই অবস্থায় 'গ্রীণ সিটি' প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যবসায়ীদের দাবি, আমাদের এমন জায়গায় পাঠানো হলো যেখানে দিনে ন্যুনতম বিক্রিবাটাও নেই। আমরা ভীতরেই ছিলাম, পৌরসভার সিদ্ধান্তই আমাদের বাধ্য করেছে বাইরে এসে বসতে।

ব্যবসায়ীদের দাবিকে সমর্থণ করেছেন শহরবাসীর একাংশ। তাদের যুক্তি কৃষক বাজারে খুব একটা মানুষ যায়না। শহরে আসা গ্রামের মানুষের কাজ থাকে মূলত মাচানতলা এলাকাতেই। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তার পাশে বসছেন।

বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার বলেন, জনস্বার্থেই শহরের ফুটপাথ দখলমুক্ত করা প্রয়োজন। ব্যবসায়ীরা ফুটপাথ ছেড়ে না গেলে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও বিগত পৌরবোর্ডের আমলে 'গ্রীণ সিটি' প্রকল্পের মুখ ধুবড়ে পড়া নিয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।

বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত নিজেও স্বীকার করেন কৃষক বাজারে ব্যবসায়ীদের বিক্রি হয়না। তবে তিনি 'গ্রীণ সিটি' প্রকল্প নিয়ে কিছু জানেননা বলে দাবি করেন।

Bankura

May 03 2023, 13:57

রেশন দ্রব্য নিয়ে বচসা, ধারালো অস্ত্রের কোপ দাদা ও ভাইপোকে


বাঁকুড়াঃ রেশন দ্রব্য নিয়ে বচসার জেরে ধারালো অস্ত্রের কোপ দাদা ও ভাইপোকে। গুরুতর আহত অবস্থায় দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের হাজরা পাড়ার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, শহরের হাজরা পাড়ার বাসিন্দা 'দাদা' অরুণ দাসের সঙ্গে 'ভাই' বিশ্বরুপ দাসের বিবাদ দীর্ঘদিনের। এদিন রেশন দ্রব্য নিয়ে নতুন করে বিবাদের সৃষ্টি হয়। দু'পক্ষের বচসার মাঝেই 'ভাই' বিশ্বরুপ দাস দাদা' অরুণ দাসকে ধারালো অস্ত্রের কোপ মারে। বাবাকে বাঁচাতে গিয়ে কাকার আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি অরুণ দাসের ছেলে শচীন দাস। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু'জনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।

'আহত' অরুণ দাসের দাবি, মা মারা যাওয়ার পর ভাই বিয়ে করে। বিয়ের পর থেকেই তীব্র অশান্তি শুরু হয়। এদিন দু'পক্ষের বচসার মাঝেই ভাই বিশ্বরুপ দাস তাদের উপর চড়াও হয় বলে তিনি দাবি করেন।

শেষ পাওয়া খবরে জানা গেছে অভিযুক্ত 'ভাই' বিশ্বরুপ দাসকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।